খাচা পাতার তিনঘণ্টার মধ্যেই নাগরাকাটার জলঢাকা আল্টাডাঙ্গা চাবাগানে ধরা পড়ল একটি চিতাবাঘ। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এই চাবাগানের পাশে খুদিরডাঙ্গা গ্রামে এলাকায় চিতাবাঘের ব্যাপক আতঙ্ক ছিল।একসপ্তাহে পাচটি ছাগলকে এই গ্রাম থেকে তুলে নিয়ে খেয়ে ফেলেছে চিতাবাঘ। এমনকি চাবাগানে কাজ করতে গেলে শ্রমিকদের দিকেও তেড়ে আসত চিতাবাঘটি।