বিশ্ব নবী দিবস উপলক্ষে প্রশাসনিক বৈঠক হয়ে গেল পান্ডুয়া থানায়। আগামী শুক্রবার বিশ্ব নবী দিবস। এ বিষ্ব নবী দিবসে পান্ডুয়া জি টি রোড হয় শোভাযাত্রা বিভিন্ন নবী দিবস কমিটির উদ্যোগে। এই নবী দিবস শৃঙ্খলাবদ্ধ ভাবে পালন করতে আজ সোমবার বৈকাল পাঁচটা নাগাদ পান্ডুয়া থানায় বিভিন্ন নবী দিবস কমিটির কার্যকর্তাদের নিয়ে এ প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ গ্রামীনে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। সিআই মগরা সৌমেন বিশ্বাস সহ,,