Basanti, South Twenty Four Parganas | Aug 25, 2025
টোটো উল্টে গুরুতর আহত এক পুলিশ কর্মীসহ দুজন। বাসন্তী রবিবার রাত ১১ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার বাসন্তী রাজ্য সড়কে আমঝাড়া পোলের কাছে টোটো উল্টে পুলিশ কর্মী সোনা মুন্ডালি ও এক যাত্রী সম্রাট অধিকারী টোটো তে করে ক্যানিংয়ের দিকে আসছিল। সেই সময় আমঝাড়া পোলের কাছে একটি ৪০৭ গাড়ি তাঁদের চেপে দেওয়ার চেষ্টা করে তখনই টোটো কি উল্টে গেলে এক পুলিশ কর্মী সহ দুজন আহত হয়, তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।