ঘটনাটি সোমবারের ঘটনা এবং মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া দেন আক্রান্ত ব্যক্তি। তার নাম গোপাল বর্মন। ওই ব্যক্তি জানান বাড়ির পাশে পানের দোকান এসেছিল। পান কিনে খাবেন বলে একটি পান কেনেন গোপাল বর্মন নামে ওই ব্যক্তি। পানের গায়ে জল ছিটকে গিয়ে পড়ে প্রতিবেশী মহিলার গায়ে। এতেই ক্ষিপ্ত হয়ে মহিলা স্বামী এবং পরিবারের লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ।