সেরুনিয়া মঙ্গলদীপ ক্লাবে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে দুর্গা মন্ডপের শুভ সূচনা করলেন থানার ওসি সহ একাধিক সমাজ সেবীরা । আজ মহা ষষ্ঠী, আর আজকের সন্ধ্যা বেলায় বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের সেরুনিয়া গ্রামে মঙ্গলদ্বীপ ক্লাবে আনুষ্ঠানিকভাবে পূজা মন্ডপের উদ্বোধন করা হলো আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ময়ূরেশ্বর থানার ওসি সহ একাধিক বিশিষ্ট সমাজসেবীরা।