আজ করিমপুর ২ নম্বর ব্লকে মহাদশমী উপলক্ষ্যে বারোটি পূজা কমিটির পূজা পরিক্রমা করলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, আজ শুভ বিজয়া দশমী আর আজ করিমপুর ২ নম্বর ব্লকে মহাদশমী উপলক্ষ্যে ১২ টি পূজা কমিটির পূজা পরিক্রমা করলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, তাঁকে প্রতিটা পূজা কমিটি থেকে সংবর্ধনা জানানো হয় এছাড়াও বিধায়কের সাথে সকলে সিঁদুর খেলায় মেতে ওঠেন আর আজ বিকেল ৫ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।