আজ দুপুরে মুর্শিদাবাদ জেলার রাণীনগর মদনপুর গ্রামে ছোট ভাইয়ের হাতে আহত বড় ভাই জানা গিয়েছে রিয়াজুল ইসলামের দেড় বিঘা জমির উপরে ছোট ভাই এন্তাজুল শেখ ও সুমন শেখ বাড়ি করেছিলেন আর সেই জায়গা ফাঁকা করে দিতে বললেই দুই ছোট ভাই চড়াও হয়ে বড় ভাই রিয়াজুল ইসলামকে মারধর শুরু করে ঘটনাস্থলে আহত হয় বড় ভাই রিয়াজুল ইসলাম ও তার ছেলে রাজের শেখ। পুরো ঘটনা জানিয়ে রানীনগর থানা পুলিশের কাছে দারস্ত হন রিয়াজুল ইসলাম ও তার ছেলে রাজের শেখ