বালি তুলে নেওয়ার ফলে বাঁধ ভেঙে যাচ্ছে ড্যাম নষ্ট হয়ে গেল, শনিবার রাতে মল্লারপুরে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত বীরভূমের রামপুরহাট এসডিপিও,নলহাটির অতিরিক্ত পুলিশ সুপার, ও রামপুরহাট থানার আইসির নেতৃত্বে রামপুরহাট থানার বিভিন্ন এলাকা থেকে গত মঙ্গলবার প্রায় কুড়িটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে রামপুরহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট মহকুমা শাসক, নলহাটি অতিরিক্ত পুলিশ সুপার ও রামপুরহাট থানার আইসি।