বিগত কয়েকদিন থেকে ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে সংকোশ নদীতে জল বেড়েছে। যার ফলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সংকোশ। ভাঙনের আতঙ্কে প্রহর গুনছেন সংকোশ নদীর অসংরক্ষিত এলাকার তীরবর্তী গ্রাম গুলির বাসিন্দারা। আতঙ্কে রয়েছে সংকোশ চা-বাগান কর্তৃপক্ষও। কারণ ফাগুডোবা এলাকাতে সংকোশ নদীর ভাঙন শুরু হয়েছে। শনিবার এমনটাই লক্ষ্য করা গেল। এই পরিস্থিতিতে চা-বাগানের একাংশ নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।