ভাতার ব্লকের বিভিন্ন কালীমন্দির গুলিতে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে কৌশিকী আমাবস্যার পুজো। শুক্রবার আটটা থেকে বিভিন্ন মন্দিরের ভিড় লক্ষ্য করা গেল। আজ অর্থাৎ শুক্রবার কৌশিকী আমাবস্যা। ভাতারের বিভিন্ন মন্দিরে যেমন ভাতার থানা, বড়বেলুন এরুয়ার, খুড়ুল, ওরগ্রাম, নাসিগ্রাম, নিত্যানন্দপুর, কুমারুন, আমারুন এই সমস্ত গ্রামে মহা ধুমধামে নামে পালিত হল এই পুজো। পুজোর পর বিতরণ করা হয় মহা প্রসাদ।