পতিরাম থানার অন্তর্গত এলাকায় বধূ নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বরের ৫০০ টাকা নিয়ে বাপের বাড়ি যাওয়ায় বছর বাইশের শিখা পালকে বিষ খাইয়ে দেয় তার শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনাটি ঘটে গত ২৫ আগস্ট। প্রথমে শিখাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হলেও পরবর্তীতে বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে ফের অসুস্থ হয়ে পড়লে তার বাপের বাড়ির লোকেরা আবার হাসপাতালে ভর্তি করে। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিখার মৃত্যু হয়।