আগামী ০৯ ই আগস্ট জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনে জনসভা কে সর্বাত্মক সাফল্য মন্ডিত করার লক্ষ্যে আজ কাঞ্চনপুর মন্ডলের অন্তর্গত আনন্দবাজার এলাকায় এক পথসভা আয়োজিত হয়।উক্ত পথসভায় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মন্ডল সহ সভাপতি, কাঞ্চনপুর মন্ডল সাধারণ সম্পাদক, দশদা ব্লকের প্রাক্তন চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বগণ ও কার্যকর্তাগণ।