মৃত ওই বৃদ্ধের নাম বিশ্বেশ্বর দেবনাথ(৭৮)বাড়ি প্রতাপনগর মাথাপুর রোড ভিডিও লেন এলাকায়,পরিবার সূত্রে জানতে পারা যায়,ওই বৃদ্ধ দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন,মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে রাস্তায় পাইচারি করার পর স্থানীয় এক ব্যক্তি সঙ্গে কথা বলেছেন বলে পরিবারের দাবি,এরপর বাড়ির বারান্দায় ঐ বৃদ্ধকে গলায় ফাঁস দিয়ে পরিবারের সদস্যরা,বিষয়টি জানিয়ে খবর পাঠানো হয় নবদ্বীপ থানায়,এরপর দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।