বারবিশায় শুরু হল ৬৯তম রাজ্য বিদ্যালয় ক্রীড়ার অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা। সোমবার বারবিশা হাইস্কুলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, আলিপুরদুয়ারের মহকুমাশাসক দেবব্রত রায়, কুমারগ্রাম ব্লকের বিডিও রজতকুমার বলিদা, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন সহ অন্যরা।