আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার রাণীনগর 1 নম্বর ব্লক এলাকার চক ইসলামপুর অঞ্চল এলাকায় জনসংযোগ কর্মসূচি করলেন রানীনগর বিধানসভা বিধান করছেন এদিন চক ইসলামপুর অঞ্চল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাণীনগর বিধানসভা বিধান হোসেন পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন বিধায়ক, এদিন উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও রাণীনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিসহ একাধিক ব্লক স্তরের নেতৃত্ববৃন্দগণ