নাগরাকাটার টোলপ্লাজার কাছে ১৭ নং জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত যুবকের নাম মিজানুর ইসলাম (২৭)।বাড়ি মাটিয়ালি ব্লকের শালবাড়ি এলাকায়। জানা গিয়েছে ঐ যুবক গতকাল গভীর রাত ১২টা নাগাদ বানারহাট থেকে শালবাড়িতে নিজের বাড়ি ফিরছিল।সেই সময় কোন গাড়ির সাথে তার বাইকের ধাক্কা লেগে যায়।সেখানেই সে কিছুক্ষণ পড়েছিল।খবর পেয়ে পুলিস ঐ যুবককে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।