মানবাজার-১ নং ব্লকের গোপালনগর অঞ্চলের ঘাসতোড়িয়া গ্রামে এক দিবসীয় মহিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হলো।রবিবার বিকেল ৩ টা নাগাদ এই খেলা অনুষ্ঠিত হয়।এই খেলায় জয়ী হয় মাহিলী তোড়া মহিলা দল। উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানী টুডু ও মানবাজার -১নং ব্লকের বিডিও দেবাশীষ ধর ও জেলা পরিষদ সদস্যা গীতাঞ্জলি মাহাতো ও কিশোর মাহাতো সহ বিশিষ্টরা।