আগামী ৭সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে “মৌতাত নির্বাণী সভা” ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজের দায়িত্ব, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হবে। আজ ধর্মনগর সৎসঙ্গ বিহারে এক সাংবাদিক সম্মেলনে মাধ্যমে জানান দেওয়া হয়। উপস্থিত ছিলেন SPR নির্মল কুমার রায়। SPR মানিকলাল দত্ত , SPR সামাল দে, SPR- স্বপন চৌধুরী, JAJAK- জয়ন্ত রায়, স্বপন মালাকার ও দ্বীপান্ত দেব প্রমুখ।