হলদিয়ার টাটা স্টিল কারখানায় স্থায়ী কর্মীদের নির্বাচনে এই প্রথম জয়ী গেরুয়া শিবির।হলদিয়া শিল্প শহরে হলদিয়ায় টাটা স্টিল কারখানায় হুগলি মেড কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয়ী হল বিজেপি। বুধবার সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। তৃণমূল, বিজেপি এবং সিপিআইএমের মধ্য ত্রিমুখী লড়াই ছিল। বিজেপি সমর্থিত ভারতীয় মজদূর সংঙ্ঘের প্রতীক ছিল সিংহ, তৃণমূল কংগ্রেস সমর্থিত আইএনটিটিইউসি প্রতীক ছিল সূর্য।