পাঁচ বছরেও তৈরি হয়নি শামুকতলা সিধু কানু কলেজে যাওয়ার রাস্তায় কালভার্ট। বর্ষাকালে কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আমজনতাকে ঘুর পথে কলেজে যেতে হয় এমনটাই জানা গেছে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে মঙ্গলবার বিকেল ছটা নাগাদ। গত পাঁচ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় করে রয়েছে কালভার্ট না থাকায়। একদিকে আদিবাসী অধ্যুষিত এলাকা অন্যদিকে গুরুত্বপূর্ণ রাস্তা কলেজ ছাত্র-ছাত্রীদের। বিধানসভা ভোটের প্রাক্কালে রাস্তা তৈরি না হলে প্রভাব পড়বে ভোটে বলছেন জনতা।