মেদিনীপুর শহরের ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে আজ মঙ্গলবার আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এদিন প্রচুর মানুষের জনসমাগম হয় এই শিবিরে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে এবং তাদের এলাকার সমস্যার কথা জানাতে হাজির হন সকলেই। উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। সাধারণ মানুষের সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পাশে থাকার আবেদন জানান।