পোলবা দাদাপুর ব্লক অফিসে ডেপুটেশন দিল বামেরা। কর্মসূচি শেষে আজ সোমবার বৈকাল পাঁচটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় এদিন পোলবা দাদপুর ব্লকের বাম গনসংগঠন গুলির পক্ষ থেকে পোলবা দাতপুর ব্লক অফিসে ডেপুটেশন দেয় বিভিন্ন দাবিতে। ব্লক অফিস চত্বরে মিছিল করে বাম গণসংগঠন পক্ষ থেকে মিছিল করে ব্লক অফিসে এসে উপস্থিত হয় মূলত ১০০ দিনের কাজ চালু অবিলম্বে বকেয়া মজুরি মেটানো। ব্লকের গ্রামীণ রাস্তাঘাট,,