পান্ডুয়া জি টি রোড প্রতিবাদ মিছিল করলো বিজেপি। আজ শনিবার রাত নটা নাগাদ মিছিল শেষে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ জানান এদিন পান্ডুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পান্ডুয়ার বৈঁচি থেকে মোটর বাইক সহকারে প্রতিবাদ মিছিল বের হয় জি টি রোড ধরে সিমলাগড়, পান্ডুয়া হয়ে খন্নান চৌমাথা পর্যন্ত যায়। মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদ এবং,,