মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের সাহাপুর গ্রামের রাস্তার চিত্র আজ যেন গ্রামীণ জীবনের এক করুণ প্রতিচ্ছবি। রাস্তা নয়, যেন পুকুর! বৃষ্টির জল জমে বছরভর ডোবা-ডোবি অবস্থা, যার ফলে অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করতে পারে না। ডেলিভারি পেশেন্ট থেকে শুরু করে জরুরি রোগী—সবার জন্যই এই রাস্তা হয়ে উঠেছে মৃত্যুফাঁদের সমান। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে সাইকেল বা মোটরবাইক নিয়ে যাতায়াত করা মানে প্রাণ হাতে করে চলা। একাধিকবার স্থানীয়রা অভিযোগ জানালেও গত চার