গাজোল ব্লকের রাণীগঞ্জ অঞ্চলের নিম তলা এলাকায় বেহাল রাস্তা পরিদর্শন করলেন গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। সোমবার ১১ টা নাগাদ বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন গাজোল ব্লকের রানীগঞ্জ 2 নং অঞ্চলের নিমতলা থেকে ধুলাউড়ি আইসিডিএস সেন্টার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে আছে ।এছাড়াও মংলা পাড়া বীরেশ মুর্মু বাড়ি থেকে বিমল হেমব্রম এর বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা হয়ে আছে দীর্ঘদিন ধরে। বাম আমলে রাস্তার কোন উন্নয়ন হয়নি তৃণমূল