তিলপাড়া ব্রিজের সংকটজনক অবস্থার পরিপ্রেক্ষিতে বুধবার এলাকায় পরিদর্শনে আসেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ। তিনি ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখে ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার বিকাল চারটা নাগাদ পুলিশ সুপার জানান, ইঞ্জিনিয়ারদের মতে ব্রিজের স্ট্রাকচারাল ক্ষতি গুরুতর। ফলে যেকোনো রকম দুর্ঘটনা এড়াতে আপাতত সবধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হচ্ছে।