মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার অদূরেই আলিগঞ্জ স্কুলের বাইরে একটি বহু পুরনো বজরংবলির মূর্তি রয়েছে। গতকাল রাতের অন্ধকারে কেউবা কারাও ওই মূর্তি ভেঙে ফেলে। আজ রবিবার সকালে স্থানীয়দের চোখে পড়ে ঘটনা। ভাঙ্গা অবস্থায় রয়েছে বজরংবলীর মূর্তি। এরপরই উত্তাল হয়ে ওঠে মেদিনীপুর। ক্ষোভে ফেটে পড়েন হিন্দু সম্প্রদায়ের মানুষজন।