পথ দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক।সোমবার আনুমানিক বিকেল ৫.৩০ টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্গত ভালুবাসা অঞ্চলের চেপুয়া হেল্থ সেন্টারের সামনে। জানা যায় কৃষ্ণা মুন্ডা নামে এক বাইক আরোহী পথ চলতি সুসাঙ্ক সহিস নামে এক পথ চলতি মানুষকে ধাক্কা দিলে,দুজনেই আহত হয়।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে পুলিশ মানবাজার হাসপাতালে নিয়ে যায়।