চা বাগান থেকে উদ্ধার ১২ ফিটের কিং কোবরা ডুয়ার্সে ফের কিং কোবরা উদ্ধার। ময়নাগুড়ি ব্লকের যাদবপুর চা বাগান থেকে উদ্ধার হল প্রায় ১২ ফুটের কিং কোবরা। বৃহস্পতিবার দুপুরে চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা কিং কোবরা সাপটিকে দেখতে পায়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় চা বাগান জুড়ে। বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া রামসাই মোবাইল স্কোয়াডে। রামসাই মোবাইল স্কোয়াড থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পিপিএস এর সদস্যদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়