ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনো অধরা কৃষ্ণনগর তরুণী ক্ষুণে অভিযুক্ত যুবক দেশরাজ সিং। পুলিশ এখনো তার নাগাল পায়নি।প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে ছাত্রীটিকে হত্যা করার পর কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। এদিন দুপুরে মৃত ছাত্রীর বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে কার্যত পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন ABVP সংগঠনের পক্ষ থেকে।৪৮ ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে কৃষ্ণনগর শহর স্তব্ধ করার হুমকি।