শুক্রবার সকাল নয়টায় বালুরঘাটে সাংসদ কার্যালয়ে ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরপর বিজেপির জেলা কার্যালয়েও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যেখানে মন্ত্রীর সঙ্গে ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, প্রাক্তন দুই জেলা সভাপতি শুভেন্দু সরকার, বিনয় বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। এছাড়াও বালুরঘাটের একাধিক জায়গায় দলীয় পতাকা উত্তোলন করেন সুকান্ত।