দিনহাটা কলেজ হল্ট স্টেশন চত্বরের জঙ্গল সাফাইয়ের কাজে অবশেষে হাত লাগাল ‘দিনহাটা কলেজ হল্ট বাঁচাও নাগরিক কমিটি’। দীর্ঘদিন ধরে আগাছায় ঢাকা পড়ে ছিল গোটা এলাকা। রেল দপ্তরের উদাসীনতায় বাড়ছিল বিপদের আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, ঝোপঝাড় ও আগাছা বাড়তে থাকায় মাঝেমধ্যেই সাপের আনাগোনা দেখা দিত, ফলে আতঙ্ক ছড়িয়েছিল যাত্রী ও নিত্যযাত্রীদের মধ্যে। রেল কর্তৃপক্ষের উদাসীনতা আর অপেক্ষা না করে নিজেদের উদ্যোগেই বুধবার বিকেল তিনটে নাগাদ জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু করে