করিমপুর ২ নম্বর ব্লকের অধীন মহিষবাথান পটলের হাটে শ্যামা পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানের শিবির আয়োজন করেছিল এই পুজো কমিটি, আজ আনুমানিক সকাল ১১টা থেকে রক্তদান শুরু হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলন্দ সিংহ রায়. তিনি পটল হাটের কমিটিকে রক্তদান যে শিবির অনুষ্ঠিত করেছেন তার তিনি প্রশংসা করেছেন. বিধায়ক কে পেয়ে কমি