গৌতম দত্তের ৪৬ তম শহীদান দিবস উপলক্ষে এসএফআই এবং ডাওয়াইএফআই বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগ চড়িলাম আড়ালিয়া বাজারে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এলাকার প্রায় দেড়শ থেকে ২০০ জন মানুষ এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন। আগামী দিনেও চড়িলাম এর বিভিন্ন এলাকায় করা হবে এই স্বাস্থ্য শিবিরে র আয়োজন জানিয়েছেন sfi বিশালগড় মহকুমা কমিটির নেতৃত্ব