তিপ্রা মথা সুপ্রিমোর বক্তব্যের তীব্র নিন্দা জানালো আমরা বাঙালি দল । বুধবার এই ধরনের মন্তব্যের জন্য আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। নিজেকে আগরতলা ,তেলিয়ামুড়া সহ অন্যান্য মহকুমার মালিক ও অন্যান্যদের ভাড়াটিয়া বলে উল্লেখ করে গোটা বাঙালি জাতিকে অপমান করেছেন মথা সুপ্রিমো ।