পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গ্রামে শনিবার দুপুরে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃতার নাম অপর্ণা বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই মনমরা ছিলেন ওই গৃহবধূ। পরিবারের সঙ্গেও তিনি ঠিকভাবে কথা বলছিলেন না। শুক্রবার বিকেলে হঠাৎই ঘরের ভেতর থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় নাদনঘাট থানায়।