ভিন রাজ্য থেকে মাদক পাচার রুখে দিয়ে নয়াগ্রাম থানার পুলিশের বড়সড় সাফল্য।ভিন রাজ্য থেকে গোপনে মদ তৈরির জন্য নিষিদ্ধ 'মহুল' আনার সময় পুলিশের হাতে ধরা পরল এক ব্যক্তি। ধৃতের নাম মহেন্দ্র জানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মহেন্দ্র জানা একটি মোটর বাইক করে ৮০ কিলো মহুল পাশের রাজ্য ওড়িশা থেকে গোপনে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় আনছিল। সেই সময় ঝাউরিশোল এলাকায় পুলিশ মোটর বাইক সহ ওই ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ মহুল উদ্ধার করা গিয়েছে।