আবারো তৃতীয় দফায় গঙ্গা নদীর জলস্তর বাড়তে শুরু হতেই রতুয়ার মুলিরামটোলা এলাকায় জুড়ে শুরু হল নতুন করে ভাঙ্গন। বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র ভাঙ্গন শুরু হতে তলিয়ে যাচ্ছে নদী পার। গোটা এলাকার মানুষের মধ্যে নতুন করে আবারো আতঙ্ক শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বিগত দিনের ভাঙ্গনে গোটা এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে। বহু মানুষ বাড়িঘর হারিয়েছে। অসহায় হয়ে পড়া পরিবারগুলি এলাকা ছেড়ে দিয়েছে। আবারো নদীর জলস্তর বাড়তে পাড় বরাবর গিলে খাচ্ছে গঙ্গা।