এবার চুরের দল হানা দিল ন্যায্যমূল্যের দোকানে । ঘটনা উদয়পুর মাতা বিধানসভা অন্তর্গত জোয়ালি খামার এলাকায়।ঘটনার বিবরন দিতে গিয়ে ন্যায্যমূল্যের দোকানের মালিক নারায়ন দাশ জানান প্রতিদিনের মতো গতকাল ন্যায্যমূল্যের দোকান বন্ধ করে বাড়িতে যায়। সোমবার ন্যায্যমূল্যের দোকান খুলতে এসে দেখতে পায় দোকানে প্রায় এক লক্ষ টাকা জিনিসপত্র চুরি করে নিয়ে যায় কেবা কাহারা।