ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর ট্রাইজংশনের ৪নং ওয়ার্ডে এলাকায় খাদ্য দফতরের চাল বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সদ্য নির্মিত ওভারহেড নতুন গেইট ভেঙ্গে দেয় । লরিটি কৈলাসহরের উদ্দেশ্যে যাচ্ছিল। আটককৃত চালকের নাম জামিল হোসেন (২৬), বাড়ি হাইলাকান্দি জেলার বাঁশ বাড়ি এলাকায়। তার বাবা মৃত ফয়েজ আলি। লরি এবং চালক দুজনকেই ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নিয়ে যায়।