সম্পত্তি নিয়ে বিবাদের জেরে উদয় কৃষ্ণপুর গ্রামে বাড়ির সদর দরজায় বাইরে থেকে তালা মেরে ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলো সৎ ছেলে। গভীর রাতের ভয়ানক এই ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন সন্ধ্যা মিস্ত্রি (৪২) নামে এক মহিলা। অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিন জন। তাদের মধ্যে রয়েছেন মৃতার স্বামী কৃষ্ণপদ মিস্ত্রি (৫০), দুই সন্তান বাদল মিস্ত্রি (১৩) ও সুমিত্রা মিস্ত্রি (১০)