মহাকালহাটে কৃষকদের আয়ের বিকল্প পথ উন্মুক্ত করতে চারা বিতরণ কর্মসূচি। দিনহাটা ২ ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের হাতে আম, ড্রাগন, লেবু, পেয়ারা, সুপারি ও গোল মরিচের ৪০০টি চারা তুলে দিল কোচবিহার জেলা হর্টিকালচার দপ্তর। বুধবার দুপুর দুটো নাগাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সহযোগিতায় ও ধীশারী ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।