শান্তিপূর্ণভাবেই চলছে মালদার গাজোল কদু বাড়ি সমবায় সমিতির নির্বাচন। গাজোল ব্লকের হাজী নাকু মহম্মদ হাই স্কুলে চলছে নির্বাচন প্রক্রিয়া। কদু বাড়ি সমবায় সমিতির মোট আসন সংখ্যা রয়েছে 42 টি। রবিবার বেলা একটা নাগাদ দেখা গিয়েছে কদু বাড়ি সমবায় সমিতির নির্বাচনে যে সকল ভোটাররা রয়েছেন তারা ভোটার টুকুন নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। ভোটকেন্দ্রের বাইরে রয়েছে একাধিক বিভিন্ন দলের অফিস। পাশাপাশি দেখা গিয়েছে গাজোল কদু বাড়ী সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে প