মঙ্গলবার সারাদিন ধরে পশ্চিম মেদনীপুর জেলার ডেবরা ব্লকে তীব্র গুমোট ছিল। সারাদিন অস্বস্তিতে ছিল ডেবরার এলাকাবাসী। তবে মঙ্গলবার রাত্রি নটা নাগাদ প্রায় দু ঘন্টার বৃষ্টিতে স্বস্তি পেল এলাকাবাসী।দিনভর গরমের পরে এই বৃষ্টিতে অনেকটাই স্বস্তি ডেবরা এলাকায় জুড়ে। যদিও এই দুই ঘন্টার ঝড় বৃষ্টিতে কোন ক্ষয়ক্ষতির খবর নেই।