শুক্রবার রাত দশটা নাগাদ প্রতিমা নিরঞ্জন হল দেগঙ্গা ব্লকের সিরাজপুর ঘোষপাড়া এলাকার ঐতিহ্যবাহী আমরা কজন সংঘ'র দূর্গা প্রতিমা।আমরা কজন সংঘের দূর্গা পূজা এবছর ৩৩ তম বর্ষে পদার্পণ করে। পূজা উপলক্ষে কটাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করা হয়েছিল সংঘের উদ্যোগে। এদিন সন্ধ্যায় প্রতিমা বরণ, সিঁদুর খেলা এবং শেষে স্থানীয় পদ্মার খালে প্রতিমা নিরঞ্জন হয়।