বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বালুরঘাটের হোসনপুর ডাকরা চন্ডি মন্ডপের দুর্গা প্রতিমা বাঁশের পালকিতে করে নিরঞ্জন করা হলো বালুরঘাট আত্রেয়ী নদীতে। এদিন মন্ডপ থেকেই বাঁশের পালকিতে করেই প্রতিমাকে নিয়ে আসা হয়। কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বালুরঘাট কল্যাণী ঘাটে শুরু হল প্রতিমা বিসর্জন। বৃহস্পতিবার দুপুর থেকেই বালুরঘাট আত্রেয়ী নদীর কল্যাণী বা সদর ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়। এদিন দুপুরের দিক থেকে বিভিন্ন বাড়ির ও বারোয়ারী প্রতিমা নিরঞ্জন করা হয়।