বাজারে, গাড়ি চালাতে কিংবা মেলা-খেলায় ঘুরতে গিয়ে কারো, আবার কারো বাড়ির ভেতরে ঢুকে চুরি গেছে দামি মোবাইল ফোন। স্বাভাবিকভাবেই রুটিন মাফিক থানায় জেনারেল ডায়েরি হয়েছিল, কিন্তু ফেরত পাওয়া প্রায় কল্পনার বাইরে ভেবেছিলেন মালিকেরা।তবে সেই কল্পনাকেও বাস্তব করল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার কাঁকরতলা থানার উদ্যোগে “অপারেশন প্রাপ্তি”র মাধ্যমে জেলার বিভিন্ন জায়গা ও ভিনরাজ্য থেকে উদ্ধার হওয়া নামিদামি কোম্পানির ১০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হ