২০২৬ এর বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভুতুড়ে ভোটার। গঙ্গাসাগরে রামকরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ ৬০ নম্বর বুথে ৩০ জন ভুতুড়ে ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ স্থানীয় বেশ কয়েকজনের। অভিযোগ এই ভোটার লিস্টের তালিকায় মৃত ভোটারের পাশাপাশি বিন রাজ্যে বসবাসকারী বেশ কয়েকজন ভোটারের আর ওইসব সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।।