কয়েকদিন আগেই শ্রম দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুজোর জন্য চা বাগানের শ্রমিকদের যেন ২০ শতাংশ বোনাস দেওয়া হয়।তবে সব চা বাগান এখনও ওই বিষয়টি নিশ্চিত করেনি।চা বাগানে ২০ শতাংশ বোনাস নিশ্চিত করতে ডুয়ার্স জুড়ে আন্দোলন শুরু করেছে বিজেপির চা শ্রমিক সংগঠন BTWU।শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা যায় এদিন আলিপুরদুয়ার -১ ব্লকের মথুরা চা বাগান ও মথুরা আউট ডিভিশনে গেট মিটিং করা হয় BTWU এর পক্ষ থেকে।