গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবকের মৃতদেহ আনতে বারাসতে রওয়ানা দিল পরিবারের লোকজন। রবিবার বেলা বারোটা নাগাদ দেগঙ্গা থানা থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বারাসতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। উল্লেখ্য শনিবার বেলা দশটা নাগাদ দেগঙ্গা ব্লকের দেগঙ্গা বাজারে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সুজিত সরকার নামে তেত্রিশ বছরের এক যুবক। প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। তারাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায